আ.লীগ নেত্রী নীলাকে দল থেকে বহিষ্কার

সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পাদ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আলম নীলাকে আওয়ামী লীগের সকল পদ থেকে বহিষ্কার (অব্যাহতি) করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাকে দলের সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রকে সুপারিশ করা হবে। এ সংক্রান্ত অব্যাহতিপত্র বুধবার রাতে ইস্যু করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো.