লিভারপুলের হোঁচট
প্রিন্ট ভার্সন
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপার প্রত্যাশী লিভারপুল শুরুতেই হোঁচট খেল। গতকাল ফুলহ্যামের মাঠ ক্র্যাভেন কটেজে পয়েন্ট হারিয়েছে অলরেডরা। ২-২ গোলে ড্র করেছে ফুলহ্যাম-লিভারপুল। ম্যাচের ৩২ ও ৭২ মিনিটে দুটি গোল করেন ফুলহ্যামের আলেক্সান্ডার মিত্রোভিচ। লিভারপুলের পক্ষে ডারউইন নুনেজ ৬৪ মিনিটে ও মোহাম্মদ সালাহ ৮০ মিনিটে একটি করে গোল করেন। বার বার পিছিয়ে পড়ে অলরেডরা। তবে প্রতিপক্ষের মাঠ থেকে অন্তত একটা পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে লিভারপুল।
গত মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে ম্